প্রতিষ্ঠানের ইতিহাস

বারহাট্টা কারিগরি ও বাণিজ্যিক কলেজ নামক শিক্ষা  ২০০৫ প্রতিষ্টা লাভ করে। প্রতিষ্টাতা অধ্যক্ষ জনাব কামাল হোসেন কদমদেউলী নামক গ্রামে জনাব রাশেদ আলমের বাড়ীতে কলেজের যাত্রা শুরু করেছিলেন। কলেজের অগ্রযাত্রা আরও সুদৃঢ় করার নিমিত্তে অধ্যক্ষ জনাব কামাল হোসেন ২০০৮ কলেজটিকে বারহাট্টা গোপালপুর বাজারে স্থানান্তর করেন। এই পর্যায়ে  স্বাভাবিক পাঠদান কার্যক্রম পরিচালনার স্বার্থে  অধ্যক্ষ জনাব কামাল হোসেন নাছিমা, মুহাম্মদ বেলায়েত হোসেন, মোঃ শাজাহান ও পারুলাকে স্টাফ হিসেবে নিয়োগ প্রদান করেন। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে জনাব মতিউর রহমান, কামরুল হাসান, মোঃ নুর উদ্দিন মোঃ জিয়াউল হক, মারুফা নাজমিন সুলতানা, নাহিদা আক্তার, মুরশিদা বেগম ও শামীম মিয়া অত্র কলেজে নিয়োপ্রাপ্ত হোন।  নিজস্ব ভূমি ও ভৌত অবকাটামো না থাকায় ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে  বিভিন্ন ভাড়া বাড়ীতে পাঠদান চালাতে হয়েছে। নিজস্ব ভূমি ও ভৌত না থাকায় তিন তিন বার প্রতিষ্টানটি এমপিও বঞ্চিত হয়। শিক্ষক কর্মচারীরা নিদারুনভাবে হতাশ হয়ে যায়। শিক্ষক কর্মচারী ও অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যাক্তিবর্গ স্বল্প দশাল গ্রাম নিবাসি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর জনাব আব্দুল খালেকের দারস্থ হোন । শিক্ষক কর্মচারীদের অচলাবস্থা এবং প্রতিষ্টানটির হাল বিবেচনা করে কলেজের নামে ৩৫ শতাংশ জমি দান করার সদয় সম্মতি জ্ঞাপন করেন। পরিশেষে ২৯.০১.২০২০ ইং তারিখে জনাব আব্দুল খালেক সাহেব বারহাট্টা কারিগরি ও বাণিজ্যিক কলেজকে ৩৫ শতাংশ জমি দানপত্র দলিল করে হস্তান্তর করেন।

বারহাট্টা উপজেলার স্বল্প দশাল গ্রামের সম্ভ্রান্ত ধর্মভীরু মুসলিম পরিবার সমূহের মধ্যে শীর্ষস্থানে অবস্থান মরহুম হাজী আব্বাছ উদ্দিন সাহেবের  পরিবারের । বংশমর্যাদায় যেমন শ্রেষ্ঠত্বের দাবীদার তেমনি শিক্ষা-দীক্ষায়, ধর্মভীরুতায়.সামাজিক আচার-অনুষ্ঠানে এ জনপদের অন্য সবের উপর রয়েছে এ পরিবারের অতুলনীয় সম্মান। মরহুম হাজী আব্বাছ উদ্দিন সাহেবের দুই পুত্র যথাক্রমে আব্দুল গণি (অবসর প্রাপ্ত পিটিআই সুপার) এবং ছোট ছেলের নাম আব্দুল খালেক। প্রসংগত উল্লেখ্য জনাব আব্দুল খালেক সাহেব এ কলেজ ছাড়াও তিনি স্বল্প দশাল গ্রামের একমাত্র প্রাইমারি স্কুলের জমিদাতা ও প্রতিষ্টাতাও তিনি।

 

শিক্ষক কর্মচারীদের নিজস্ব অর্থায়নে ২৫.১২.২০২০ ইং তারিখে দুটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিগত ২৩.০৩.২০২২ ইং তারিখে ভাড়াবাড়ি ছেড়ে বারহাট্টা বাজারের অদূরে স্বল্প দশাল গ্রামে নিজ ঠিকানায় বারহাট্টা কারিগরি ও বাণিজ্যিক কলেজের আত্মপ্রকাশ ঘটে।